ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল
কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।


বুধবার (৩ মে) বেলা ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি  আবু বক্কর মাতুব্বরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার মঙ্গল, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস মন্ডল,ভাঙ্গা উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম  প্রমুখ। 


বক্তারা  পাটের মূল্য কমপক্ষে ৪ হাজার টাকা করাসহ কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সারের বর্ধিত মূল্য কমানোসহ কৃষি উপকরণের দাম কমানো, ভূমি অফিসের অনিয়ম,দুর্নীতি বন্ধ করার দাবি জানান। 


আরএক্স/