ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু
নিহত শাহীন পাহাড়

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে আহত শাহীন পাহাড় নামে এক যুবক মারা গেছেন। 


বুধবার (৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। 


পালং থানার ওসি আক্তার হোসেন জানান, শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নির্মাণাধীন ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা টিকটক ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শাহীন পাহাড়ের মৃত্যু হয়েছে।


নিহতের চাচা এলিম পাহাড় জানান, শাহীন পাহাড় আজ বেলা ১১ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনো তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে।