সখীপুরে আপন ভাগ্নেকে নিয়ে পালালো মামী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩
আপন ভাগ্নে শাকিব হাসানের (২০) হাত ধরে টাঙ্গাইলের সখীপুরে দুই সন্তানের জননী মামী রত্না বেগম (৩০) পালিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অপরদিকে রত্না বেগমের স্বামী কাচামাল ব্যবসায়ী আবদুল লতিফ লোক লজ্জার ভয়ে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে। মামী-ভাগ্নের এমন ন্যাক্কাজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছেন কেউ কেউ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জয়েন উদ্দিন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল লতিফের স্ত্রী দুই সন্তানের জননী রত্না বেগম (৩০) এর ভাগ্নে একই এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে প্রবাসী শাকিব হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে ভাগ্নে শাকিব দেশে ফিরলে তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে ওঠে। ২ মে মঙ্গলবার সকালে ছোটকাল থেকে সন্তানের মতো লালনপালন করা ভাগ্নে শাকিবের সঙ্গে মামী রত্না বেগম তার দুই সন্তান রেখে পালিয়ে যান।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।