জরিমানার বদলে গম্ভীর-কোহলিদের যে শাস্তি চান গাভাস্কার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


জরিমানার বদলে গম্ভীর-কোহলিদের যে শাস্তি চান গাভাস্কার
সুনীল গাভাস্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের বাক-বিতণ্ডা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট-দুনিয়ায়। তবে তর্কের শুরুটা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার নাবিন-উল-হককে ঘিরে। যদিও শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছে।


এমন জরিমানায় সন্তুষ্ট নন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, একমাত্র কয়েক ম্যাচ নির্বাসিত (কয়েক ম্যাচ না খেলানো) করলে তবেই ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকবে।


সম্প্রতি সংবাদমাধ্যমে গাভাস্কার বলেন, ওদের ম্যাচ ফি’র ১০০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মানে বিরাট যে টাকা পায় তাতে তার ১ কোটি টাকার মতো জরিমানা হয়েছে। সেটা অবশ্য অনেক বড় জরিমানা। গম্ভীরের কত জরিমানা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু শুধু জরিমানা করে এই ঘটনা থামিয়ে রাখা যাবে না।


তিনি আরও বলেন, মাঠে প্রতিযোগিতা চলাকালীন কোনো ঘটনায় মাথা গরম হতেই পারে। কিন্তু সেটা মাঠেই শেষ করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। খেলা শেষেও সেটা জিইয়ে রাখা উচিত নয়। কিন্তু কড়া শাস্তির ভয় না থাকায় ক্রিকেটাররা বার বার এই ভুল করছেন।


গাভাস্কার জানান, বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কড়া শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকুক। কিন্তু সেটা শুধু খেলার মধ্যেই থাকুক। এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের বিপথে পাঠাতে পারে।


তার মতে, একমাত্র নির্বাসনের শাস্তি দিলে তবেই ক্রিকেটাররা ঝামেলায় জড়াবেন না।