সিরিজ জেতার লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ী হয়েছে বাবর আজমরা। আজ তৃতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের।
বুধবার (৩ মে) করাচি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
আগে ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৭ রান করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। আগের ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলা ফখর জামান এদিন ফেরেন ২৬ বলে ১৯ রান করে।
এর পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ইমাম-উল-হকের সঙ্গে ১২১ বলে ১০৮ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম।
প্রথম দুই ওয়ানডেতে ৬৫ ও ৫৪ রানের ইনিংস খেলা বাবর আজম এদিনও খেলেছেন ফিফটির ইনিংস। ৬২ বলে তিন চার আর এক ছক্কায় ৫৪ রান করে ম্যাটহেনরি বলে বোল্ড হয়ে ফেরেন। তার বিদায়ে ২৮.৩ ওবারে ১৪৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।