‘এ’ দলের নেতৃত্বে আফিফ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩


‘এ’ দলের নেতৃত্বে আফিফ
আফিফ

তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল চলতি মে মাসেই বাংলাদেশ সফরে আসছে। এই টেস্টের জন্য বুধবার (৩ মে) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে।


আফিফ ছাড়াও টাইগারদের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ ও জাকির হাসান।

দলের আরও ডাক পেয়েছেন- রিশাদ হোসেন, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান ও জাকের আলী অনিক। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিপন মণ্ডল ও মুশফিক হাসান স্কোয়াডে ডাক পেয়েছেন।


৩ ম্যাচ সিরিজের দুই ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের বাকি ম্যাচটি হবে সিলেটের আউটার মাঠে।


‘এ’ দলের স্কোয়াড : 

আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেট-রক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।