‘সার্চ কমিটিতে অন্যের মাধ্যমে নাম দিয়েছে বিএনপি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘সার্চ কমিটিতে অন্যের মাধ্যমে নাম দিয়েছে বিএনপি’

বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও অন্যের মাধ্যমে নাম দিয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপি'র পক্ষ থেকে বলা হল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের দলীয় প্রার্থীরা অংশ নিয়েছে। তারা বলছে, নাম দিবে না কিন্তু ডা. জাফরুল্লাহ চৌধুরী কার? আমরা এতদিন জানতাম উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি যদি দেন সেই নামটা কি বিএনপি'র পক্ষ থেকে দেয়া হয় না? আমরা তো এটা বলতে পারি, সরাসরি নিজেরা না দিয়ে আর একজনের মাধ্যমে নাম প্রস্তাব করছে।

হানিফ বলেন, ইসি গঠন নিয়ে রাজনৈতিক স্টান্টবাজি করছে বিএনপি। বিএনপি সকালে এক কথা বিকালে এক কথা বলে। নির্বাচন কমিশন গঠনে যখন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান করলেন তখনও তারা না বললেন। সে সময় আইনমন্ত্রী বলেছিলেন আইনটা দ্রুত করা কঠিন হয়ে যাবে। মির্জা ফখরুল বলেছিলেন, এ আইন এক দিনেই করা যায়। 

সেই বিলটা যখন সংসদে উঠল, সংসদীয় কমিটির যাচাই-বাছাই হল, সংসদ সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন, তারা যাচাই বাছাই করলেন ওখানে সংসদে বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে সংশোধনী দিয়েছিল বাইশটা সংশোধনী গ্রহণ করেছে। বিএনপির সংসদ সদস্যদের অনুরোধে বিলের নামটাও পরিবর্তন করা হয়েছে। বিলটি সার্বজনীনভাবে গৃহীত হল সংসদে। এমন না যে সরকার তড়িঘড়ি করে বিল করছে। এটা একটা দূরভিসন্ধিমূলক, পরস্পর বিরোধী কথা বলা। 

হানিফের অভিযোগ, জনগণের কাছে মিথ্যাচার আর ভাঁওতাবাজি করা ছাড়া বিএনপির আর কিছুই করার নেই। বিএনপির রাজনীতি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া তাদের আর কি আছে। ক্ষমতায় থাকতে যে অপকর্ম করেছে সেই অপকর্মের দায়ভার আরও বহুদূর টানতে হবে। 

সরকারের সমালোচনা করার আগে তাদের চেহারা আয়নায় দেখা উচিত ছিল জানিয়ে হানিফ বলেন, ২০০১-০৫ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের কত নেতাকর্মীকে গুম করেছে। ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল বিএনপির পাঁচ বছরে। এরা কথায় কথায় মিথ্যাচার করে বিএনপি রাজনীতিটা হল মিথ্যাচারে ভরা এবং পরস্পর বিরোধী। জনগণ এখন বুঝতে পেরেছে সার্চ কমিটির সকলের মতামত নিয়ে সকলের কাছ থেকে নাম নিয়ে যাচাই-বাছাই করে দশটি নাম পাঠাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পাঁচজনের নাম চূড়ান্ত করে একটা কমিশন গঠন করবেন। 

বিএনপি যে নাম দিল না এতে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কেন প্রশ্নবিদ্ধ হবে? ইসি গঠনের সময় কোনো একদল নাম দিল এতে কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে? বিএনপি যখন নির্বাচন কমিশন গঠন করল তখন কার সঙ্গে আলাপ করে নির্বাচন কমিশন গঠন করেছিল? তারা তো কখনোই কারো সঙ্গে আলাপ করে নির্বাচন কমিশন গঠন করে নাই। তাদের নেত্রীকে নাম পাঠিয়েছেন সেই নামই রাষ্ট্রপতি ইসি গঠন করেছেন। 

এরপরও যদি কেউ নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে তারা এদেশের সুস্থ রাজনীতির চায়না। সব সময় একটা অস্বস্তিকর পরিবেশ রাখতে চায়।

মাহবুবুল আলম হানিফ ছাড়াও বৈঠকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

এসএ/