টঙ্গীতে নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৪ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩


টঙ্গীতে নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ২
আবুল কাশেম- নাঈম

টঙ্গীতে নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত এগারোটার দিকে টঙ্গীর আমতলী কেরাণীরটেক বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার থানার আগরপাট্টা গ্রামের উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪০) ও একই গ্রামের নাঈম(২৪)। তারা দুইজন টঙ্গীর মধুরমার মাঝার এলাকায় জনৈক মনির মিয়ার ভাড়া বাড়িতে বাস করতেন।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টঙ্গীর আমতলী কেরাণীরটেক বস্তি এলাকায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল মজুদের খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭০৮কেজি নিষিদ্ধ পলিথিনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


পুলিশ আরো জানায়,গ্রেফতারকৃতরা টঙ্গী ও তার আশপাশের এলাকায় পলিথিন সরবরাহ ও চোরাই মালামাল বেচাকেনার করতেন।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। 


আরএক্স/