Logo

মায়ের মৃত্যু, খবর পেয়ে মারা গেলেন মেয়েও

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৩, ০৬:১৪
20Shares
মায়ের মৃত্যু, খবর পেয়ে মারা গেলেন মেয়েও
ছবি: সংগৃহীত

আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিজ্ঞাপন

নওগাঁয় মায়ের মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। শুক্রবার (৫ মে) তাদের দুপুর ও সন্ধ্যায় দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের মৃত আলহাজ্ব কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)।

বিজ্ঞাপন

জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক জানান, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। মৃত্যুর  সংবাদটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিজ্ঞাপন

তিনি আরও, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। এজন্য সংবাদটি পাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। একইসঙ্গে দু’জনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD