নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমনের নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সেলের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পিরোজপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।








