পূর্বের ঘটনার জের ধরে ইবি শিক্ষার্থীকে মারধর
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১০:০৮ পিএম, ৭ই মে ২০২৩

পূর্বের ঘটনার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক হোসেন আশিক নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। আশিক বিশ্ববিদ্যালয়ের ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৬ মে) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, পূর্বের অবতরণিকা উৎসবের সময় মারামারি ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের 'ইসলামের ইতিহাস ও সংস্কৃতি' বিভাগের ২০-২১ শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থী মুসফিকুর রহমান তার ১০-১২ জন অনুসারী নিয়ে আশিকের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আশিক পালিয়ে ক্যাম্পাসের ভিতর ঢুকে পড়লে হামলাকারীরা ক্যাম্পাসের ভিতরেও তাকে মারধর করে। পরে আশিকের সহপাঠীরা তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করায়।
এবিষয়ে চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার তার মাথায় গায়ে এবং পায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথায় আঘাত লাগায় থাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।
এঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হামলাকারীর শাস্তির দাবিতে ভিসি বাংলোর সামনে অবস্থান করে।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমি ওদের সাথে কথা বলেছি। আগামীকাল সকালে ১০টার ওদের প্রক্টর অফিসে ডেকেছি। উভয়পক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে।
এবিষয়ে মুসফিকুর রহমানের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরএক্স/