ভারতে হাউসবোট ডুবে প্রাণ গেল ২২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৩


ভারতে হাউসবোট ডুবে প্রাণ গেল ২২ জনের
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যে হাউসবোট (পর্যটক বহনকারী বিশেষ ধরনের নৌকা) ডুবে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই দুর্ঘটনার সময় হাউসবোটটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। 


রবিবার (৭ মে) সন্ধ্যায় মালাপ্পুরাম জেলার তানুরের তুভালথিরাম সৈকতে এ দুর্ঘটনা ঘটে।


কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানান, বিভিন্ন হাসাপাতাল থেকে পাওয়া খবর থেকে ২২ জন মারা গেছে বলে নিশ্চিত হয়েছেন। তাদেরকে হাউসবোটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।


স্কুল বন্ধ থাকায় ওইসব মানুষেরা ঘুরতে বেরিয়েছিলেন। ধারণা করে হচ্ছে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। তবে আপাতত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।


জেবি/এসবি