মেসিকে ছাড়াই পিএসজির জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

চোটের কারণে মাঠের বাইরে নেইমার। এদিকে, শৃঙ্খলা ভাঙার দায়ে নিষিদ্ধ লিওনেল মেসিও ছিলেন না মাঠে। তবে পথ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সহজেই তোয়াকে হারিয়ে শিরোপার আরও নিকটে এগিয়ে গেল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে এমবাপ্পের দল জিতেছে ৩-১ গোলে।
এমবাপ্পে দলকে এগিয়ে নেন সুযোগের সদ্ব্যবহার করে। ব্যবধান দ্বিগুন করেন উগো একিতিকে। শেষ দিকে ব্যধান কমায় তোয়া। তবে পিএসজির ফাবিয়ান রুইসের পালটা গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৮। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে নম্বর আছে লঁস।
জেবি/এসবি