ধর্ষণ মামলায় কারাগারে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৯ এএম, ৯ই মে ২০২৩

এক নারী কর্মীর করা ধর্ষণের মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৮ মে) বিকালে আদালত এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ।
এর আগে দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন আব্দুস ছালাম। আদেশের পর বিকালে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৩ মার্চ সাবেক ভিসির পিএ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
