এশিয়ার সেরা বিএসপিএ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
সোমবার (৮ মে) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি জনাব সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক জনাব মো. সামন হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি জনাব হি দন জং। এসময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জনাব জিয়ান্নি মারলো।
গেল ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে, নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম। একই অনুষ্ঠানে আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর মধ্যে ৩জন পেয়েছেন, লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া ফেল বছর ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেওয়া হয়।
জেবি/এসবি