আইসিসির মাস সেরা পাকিস্তানের ফখর


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


আইসিসির মাস সেরা পাকিস্তানের ফখর
ফখর জামান

পাকিস্তানের ফখর জামান আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার (পুরুষ) হয়েছেন। গেল মাসটা তার বেশ ভালোই কেটেছে। 


ওয়ানডেতে গেল এপ্রিল মাসে খেলা দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন ফখর। যার মধ্যে এক ম্যাচে অপরাজিত ছিলেন ১৮০ রানে।


সেরার লড়াইয়ে ফখর পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমান ও শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়াকে।


গেল মাসে ফখর ৪টি টি-টোইয়েন্টিও খেলেছেন। সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ম্যাচের ৩ ইনিংসে ফখরের রান ৪৭,০,১৭।


ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১১৪ বলে ১১৭ রান করেন ফখর।  পরের ওয়ানডেতে একই দলের বিপক্ষে ১৮০ রানে অপরাজিত ছিলেন।


জেবই/এসবি