আফগানিস্তান সিরিজে দলে ফিরতে চান তাসকিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

মার্চ মাসের শেষ দিকে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগেই চোট পেয়ে দল থেকে ছিঁটকে পড়েন তাসকিন। এরইমধ্যে ফের আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে ইংল্যান্ডে। এরপর জুনে দেশের মাটিতে ফের আফগানিস্তান সিরিজ।
প্রশ্ন উঠেছে কবে মাঠে ফিরবেন দেশের এই তারকা পেসার? মঙ্গলবার (৯ মে) মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই জানালেন সে খবর। তাসকিন বলছিলেন, 'আল্লাহর রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুর্নবাসন চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, এক দেড় সপ্তাহের মধ্যে লো ইন্টেনসিটিতে বোলিং শুরু করব। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার আশার কথা জানিয়ে এই তারকা পেশার বলেন, ‘আমাদের বোর্ডের আন্ডারে রিহ্যাবিলিটেশনের যে হেড, জুলিয়ান। ওর প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধানে। আল্লাহ যদি চায়, তাহলে দেখবেন (আফগানিস্তান সিরিজে) আমারও আশা। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা।’
জেবি/এসবি