বাজারে সাতক্ষীরার হিমসাগর আম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৩ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


বাজারে সাতক্ষীরার হিমসাগর আম
হিমসাগর আম

শুরু হয়েছে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহের মৌসুম। ফলে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা।


বুধবার (১০ মে) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 


উদ্বোধন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হিমসাগর আমের মাধ্যমে দেশসহ বিদেশেও সাতক্ষীরা নতুনভাবে পরিচিত লাভ করেছে। ২০১৫ সাল থেকে বিদেশে রফতানি হচ্ছে এখানকার আম।


এতে একদিকে যেমন সাতক্ষীরার সুনাম হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে এই আম।


কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, বাগান মালিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।