চকবাজারে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে
বিজ্ঞাপন
রাজধানীর বকশিবাজার নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
চকবাজার থানার এসআই শাহ নেওয়াজ বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। নিহতের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি- নির্মাণাধীন দশতলা ভবনের নয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় তাহের।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেবি/ আরএইচ/








