মহারাষ্ট্রে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৫ জনের মৃত্যু!
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৫ জন শ্রমিকের প্রাণহানীর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্রের পার্বণী জেলায়।
পুলিশ সূত্রে প্রকাশ, মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে পার্বণী জেলার সোনপথ থানা এলাকার ভৌচা টন্ডায় বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমেছিলেন ৬ জন শ্রমিক।
কিন্তু সেই ময়লায় ভরা অন্ধকার স্যাঁতস্যাঁতে সেপটিক ট্যাংক নামার খানিক পরই শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। বিষয়টি জানতে পেরে স্থানীয়রাই তাঁদের নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু সেখানে ৬ জনের মধ্যে ৫ জনকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আরেক শ্রমিকের শারীরিক অবস্থা ও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল। দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে সোনপথ থানার পুলিশ।
যাঁরা সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমেছিলেন তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে নেমেছিলেন কিনা, তাও জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে ও নজর রাখা হচ্ছে।
আরএক্স/