ফের চোটে পগবা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

পল পগবা গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে ফেরেন। ফেরর পর একের পর এক ইনজুরিতে ভুগছেন তিনি। এই দুর্ভাগ্যের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন ফরাসি এই মিডফিল্ডার। যা তাকে ফ্রান্সের হয়ে সর্বশেষ কাতার বিশ্বকাপেও অংশ নিতে দেয়নি।
দীর্ঘ সময় পর মাঠে ফিরেন পগবা কিন্তু ১ ম্যাচ খেলেই ফের চোট পান। এরপর ৯ ম্যাচেই মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। সর্বশেষ রবিবার (১৪ মে) ম্যাচের ২৪ মিনিট যেতেই চোট নিয়ে বিশ্বজয়ী এই ফুটবলার কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
সিরি-আ’য় ক্রেমোনেসের বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলতে নেমেছিলেন এই খেলোয়ার। একটি ক্রস করার পর বাম ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয় তার। যা তাকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে।
ম্যাচটি জুভেন্টাস ২-০ গোলে জিতলেও কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির কণ্ঠে বেশ পগবার জন্য হতাশা ঝরেছে। সিরি-আ’য় ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান বর্তমানে দুই নম্বরে।
জেবি/এসবি