ইবিতে নারী শিক্ষিকার সাথে অসদাচরণের অভিযোগে কর্মচারী বরখাস্ত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


ইবিতে নারী শিক্ষিকার সাথে অসদাচরণের অভিযোগে কর্মচারী বরখাস্ত
ইমলামী বিশ্ববিদ্যালয়

ইমলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিভাগের নারী শিক্ষিকার সাথে অসদাচরণের অভিযোগে কর্মচারী বরখাস্ত হয়েছে। 


সোমবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কারের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 


এ বিষয়ে অভিযোগকারী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, ‘ইলিয়াস আমার সাথে গত শুক্রবার, শনিবার দুইদিনই খুবই খারাপ ব্যবহার করেছে। এছাড়া আমাকে হুমকি দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিচার চাই।'


তিনি আরো বলেন বলেন, ‘আমার স্বামী তাকে কল করে সামাধানের চেষ্টা করলে সে তার সাথেও খারাপ ব্যবহার করেন।'


এ বিষয়ে অভিযুক্ত আইসিটি সেলের কর্মচারী জে এম ইলিয়াস বলেন, 'গত শনিবার বিকেলে ওনার স্বামী আমার মুঠোফোনে কল দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি পরিচয় প্রদান করে আমাকে হেলিকপটারে উঠিয়ে নিয়ে যাওয়া, চাকুরীচ্যুত করা, মঞ্জরি কমিশন ও শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে আমার ক্ষতিসাধন করাসহ ডিবি পুলিশ দিয়ে আমাকে তুলে নেওয়ার হুমকি দেন।'


তিনি আরো বলেন, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছি। আমি আমার সমিতির কাছে সাহায্য চেয়েছি। এছাড়া প্রক্টর মহোদয়ের কাছে মুঠোফোনে নিরাপত্তার আবেদন করি। এমতাবস্থায় আমি ও আমার পরিবার চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি ও মানসিকভাবে বিপর্যস্ত আছি। আমার নিরাপত্তা জরুরী।'


এ বিষয়ে রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, 'ভুক্তভোগী নারী শিক্ষিকা অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কর্মচারী জে এম ইলিয়াস (ইলিয়াস জোয়ার্দার) কে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'


আরএক্স/