Logo

ঘরে ঢুকে নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ০৬:১১
33Shares
ঘরে ঢুকে নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে

বিজ্ঞাপন

ঘরে ঢুকে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাকিব ও তার আরও দুই সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি সাবিক মিয়া জেলার বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। মামলায় অন্য দুই আসামি হলেন, বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩০) ও একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে মো. শাহেদ (২৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই মেয়ের মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছে। এই সময়ে বখাটে সাকিব এমন কাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল বলেন, ‘ঘটনায় ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

এ ঘটনায় অভিযুক্ত সাকিব মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভূক্তভোগি নববধূর মামলা না নেওয়ার বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কেউ ধর্ষণের ঘটনায় মামলা করতে থানায় আসেনি।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD