আমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে: নিগার সুলতানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে: নিগার সুলতানা

তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এখনও ওয়ানডে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ নারী দল। এবার সেই স্বপ্নই সত্যি হতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। এ নিয়ে দারুণ উত্তেজিত বাংলাদেশের নব্য নারী অধিনায়ক।

নিউজিল্যান্ডে বাংলাদেশ নারী দলের মাঠের লড়াই শুরু হবে ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকা মেয়েদের বিপক্ষে সেদিনই মাঠে নামবে সুলতানা-সালমারা। এ নিয়ে রোমাঞ্চের শেষ নেই নারী দলের ক্রিকেটারদের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোকে মোকাবেলা করতে মুখিয়ে আছে তারা।

আইসিসির ওয়েবসাইটে নিগার সুলতানা লেখেন, 'আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলাটা আমাদের লম্বা সময়ের একটি স্বপ্ন ছিল যা সত্যি হতে যাচ্ছে। আমরা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি, কিন্তু ওয়ানডেতে খেলিনি। তাই আমরা বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছি।'

'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনো ওয়ানডে খেলিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা হবে। তাদের খেলা আমরা টিভি-ইন্টারনেটে দেখেছি। আমরা জানতাম কখনো না কখনো তাদের বিপক্ষে খেলব।'

নিগারের মতে, নারী ক্রিকেটের এই জাগরণ ঘটেছিল ২০১৮ সালের এশিয়া কাপে। সেই আসরে ভারত নারী দলকে হারিয়ে শিরোপা জিতেছিল সালমা খাতুন-রুমানা আহমেদরা।

নিগার আরও বলেন, 'বাংলাদেশ দলের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে ২০১৮ সালের এশিয়া কাপের পর। মানুষ এখন আরও আগ্রহ দেখায় আমাদের প্রতি। কেননা তারা জানে যে বাংলাদেশ নারী দল বলেও কিছু আছে। এর আগে তারা জানতোই না যে নারী দল বলে কিছু আছে।'

নারী বিশ্বকাপে বাংলাদেশে স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীন।

ওআ/