চোট কাটিয়ে আবারও ফিরলেন র্যাশফোর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

পায়ের চোটের কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। তিনি চলতি মৌসুমে দারুণ খেলছেন র্যাশফোর্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৯ গোল, যা ক্লাবটির খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। পায়ের চোটের কারণে প্রিমিয়ার লিগে গত শনিবার (১৩ মে) উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলতে পারেননি এই ইংলিশ ফুটবলার। ওই ম্যাচে তার দল জেতে ২-০ গোলে।
ইউনাইটেড এক বিবৃতি দিয়ে জানিয়েছিল বুধবার (১৭ মে) ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড অনুশীলেন ফেরার কথা রয়েছে। তার সঙ্গে এ দিন অনুশীলনে ফেরেন মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেও। গত মাসের শুরুতে এভারটনের বিপক্ষে ম্যাচের পর থেকে আর খেলেননি এই স্কটিশ। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফেরেন রাফায়েল ভারানে। ওই ম্যাচে ৮১তম মিনিটে তাকে তুলে নেন কোচ এরিক টেন হাগ। ফরাসি ডিফেন্ডারও বুধবার অনুশীলন করেছেন।
বর্তমানে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ইউনাইটেডের পরের ম্যাচ আগামী শনিবার লিগে, বোর্নমাউথের বিপক্ষে।
জেবি/এসবি