Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৩, ০৩:০১
36Shares
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টা থেকে মোবাইলের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টা থেকে মোবাইলের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের  এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞাপন

তাছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে। ক্ষুদেবার্তায় ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকুলে তাকে অবশ্যই ২৫ মের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্তগ ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২২-২০৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি ও রেজিস্টেশন বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্ত্নের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন থেকে শুরু হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD