ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছভিত্তিক বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ভবনে এটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষাচলাকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কেন্দ্র গুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।
সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সর্বোচ্চ পরীক্ষারর্থীদের উপস্থিতিতে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমরা সকাল থেকেই নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি।
এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটি ছিলো সাথে দুই জেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ, র্যাব, আনসার ও বিএনসিসি, স্কাউটের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা ছিল।এছাড়াও দুই জেলার ভ্রাম্যমাণ আদালতের মহোদয়রা উপস্থিত ছিলো। আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাইনি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে পরীক্ষাটি শেষ হয়েছে।
আরএক্স/