আইপিএলে বাটলারের লজ্জার রেকর্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৩


আইপিএলে বাটলারের লজ্জার রেকর্ড
জস বাটলার

সীমিত ওভারের ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক জস বাটলার। সেই বাটলার চলতি আইপিএলে এমন একটি রেকর্ড করে ফেললেন, যার জন্য তার নিজেরই লজ্জা হবে। 


চলতি আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন তিনি। ৫ বার শূন্য রানে আউট হন বাটলার। শুক্রবার (১৯ মে) ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোনও রান না করেই কাগিসো রাবাডার বলে আউট হন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান তিনি। সেই সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন লজ্জার রেকর্ড। 


আইপিএলের কোনও একটি মৌসুমে চারবার শূন্য রানে আউট হওয়ার নজির এতদিন ছিল একাধিক ক্রিকেটারের।  লজ্জার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন বাটলার। এবার আইপিএলে ১৪ ম্যাচে বাটলার করেছেন ৩৯২ রান। যার মধ্যে আছে চারটি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৫।


জেবি/এসবি