নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরল জাতীয় ফুটবল দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে তিন দিন কাঠমান্ডুতে আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। অবশেষে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে হাভিয়ের কাবরেরার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দীর্ঘ প্রতীক্ষার পর বিকেলেই তারা ঢাকায় পৌঁছান।
আরও পড়ুন: বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ, হংকংয়ের বিপক্ষে যে একাদশ
ফুটবল দলের সঙ্গে একই বিমানে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
জাতীয় দলের সদস্যরা জানান, টানা তিন দিন ‘হোটেলবন্দী’ পরিস্থিতির মধ্যে থাকায় তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে সুস্থভাবেই দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সবাই।
এএস