যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩


যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।


স্থানীয় সময় রবিবার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জ নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।


সোমবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানায়।


প্রতিবেদনে বলা হয়, রবিবার রাত প্রায় দেড়টার দিকে নাইটক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা দুইজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় দেখতে পান। নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল।


এ ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ  এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে।


জেবি/এসবি