দর্শনায় ‌‘যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দর্শনায় ‌‘যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭" এর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫  ডিসেম্বর) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড চত্বরের মান্দার আলীর জন্ডিস চিকিৎসালয়ের নিকট "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭"র অফিস কার্যালয়ে। 

এ ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭" এর সভাপতি ডি,কার্ড (কোর্স) সিনিয়র জেনারেল প্রাকটিশনার এম,বি,বি,এস ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোঃ জামাল শুভ।

দর্শনা যুব সাহায্য সংস্থার সাধারন সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টুর সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে বিষেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ নের্তৃবৃন্দ সহ সদস্যরা।

এসময় "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ এর সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা প্রদানের পাশাপাশি ই,সি,জি, ডায়াবেটিকস (গ্লুকোজ) পরিক্ষা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়