Logo

৬০ টাকার লটারি কিনে কোটিপতি ট্রাক্টর চালক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
15Shares
৬০ টাকার লটারি কিনে কোটিপতি ট্রাক্টর চালক
ছবি: সংগৃহীত

মাত্র ৬০ টাকার লটারির টিকিট কিনে কোটিপতি হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের উদয়পুর গ্রামের বাগডুমা এলাকার বাসিন্দা দরিদ্র...

বিজ্ঞাপন

মাত্র ৬০ টাকার লটারির টিকিট কিনে কোটিপতি হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের উদয়পুর গ্রামের বাগডুমা এলাকার বাসিন্দা দরিদ্র ট্রাক্টর চালক অনুপ সরকার। সংসারে অভাব অনট নিত‍্যসঙ্গী। কোনো রকমে পরিবার নিয়ে দিনাদিপাত করতেন তিনি কিন্তু একটি মাত্র লটারি ভাগ‍্য পরিবর্তন করে দিল তাঁর। 

বুধবার সকাল ১০টার নাগাদ নিজে ভাগ‍্য পরীক্ষার জন‍্য ৬০ টাকা দিয়ে নাগাল‍্যান্ড রাজ‍্য সরকারের লটারির টিকিট কাটেন তিনি। আর তাতেই ভাগ‍্য পরিবর্তন। ফলাফলে নিজের টিকিটের নম্বর দেখে প্রথমে বিশ্বাস করেননি অনুপ। পরে টিকিট বিক্রেতার বহু চেষ্টায় পুরো ব‍্যাপারটি বিশ্বাস হয় তাঁর। এক কোটি টাকা কার্যত জীবন বদলে দিয়েছে দরিদ্র ওই পরিবারের। দিনের পর দিন অভাব পেরিয়ে অবশেষে দিন বদলের স্বপ্ন দেখেছেন অনুপের পরিবারবর্গরা।

বিজ্ঞাপন

জানা যায়, স্ত্রী পুত্র ছাড়াও বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে অনুপের। এতদিন ট্রাক্টর চালিয়ে যা পেতেন তা দিয়ে কোনোক্রমে টেনে টুনে চলত সংসার। ননু আনতে পান্তা ফুরো মত অবস্থা ছিল তাঁর। বুধবার এই এক কোটি টাকা পাওয়ার পর স্বস্তির হাওয়া পরিবারে। এই টাকার কিছুটা দিয়ে নিজেদের একটি ভালো বাড়ি বানাবেন বলে জানিয়েছেন তাঁরা। যদিও কোটিপতি হয়েও বিড়ম্বনা পিছু ছাড়েনি অনুপের। এই বিপুল পরিমাণ টাকা জেতার খবর চাউর হয়ে যেতেই নিরাপত্তা চেয়ে তিনি কুশমুন্ডি থানার দ্বারস্থ হন অনুপ সরকার। যথোপযুক্ত ব‍্যবস্থাসহ সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ, এর পূর্বেও জানুয়ারি মাস নাগাদ লটারির টিকিট কেটে কোটিপতি হন ক‍্যানিং এর দুই অটো চালক। যৌথভাবে ১কোটি টাকার পুরস্কার লাভ করেন তাঁরা। সেই টাকার বেশ কিছুটা সমাজসেবার কাজে ব‍্যবহার করবেন বলে জানিয়েছিলেন ভরত সিং ও বিশ্বজিত সুঁই নামের ওই দুই ব‍্যক্তি।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD