ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অসংখ্য যানবাহনের সংঘর্ষ

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জড়িত ছিল।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়া এলাকায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একে অপরকে ধাক্কা দিতে থাকলে সেখানে দুর্ঘটনার এক বড় স্তূপ তৈরি হয়।
হিসার: জাতীয় সড়ক ৫২-এ সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা যানবাহনগুলোও ধাক্কা মারায় পরিস্থিতি জটিল হয়। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। একমাত্র একটি মোটরসাইকেল চালক সামান্য আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় মহাসড়ক ৩৫২: এখানে তিন থেকে চারটি বাস পরপর ধাক্কা মারার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
রোহতাক: ১৫২ ডি মহাসড়কের মোড়ে প্রায় ৩০–৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রথমে একটি ট্রাক ও গাড়ির মধ্যে ধাক্কা লাগে, এরপর পেছন থেকে আরও গাড়ি ধাক্কা মারলে অনেক যানবাহন জড়িত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
হরিয়ানায় গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে সড়ক পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। তাপমাত্রা বর্তমানে ৪–৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।








