Logo

চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:০১
6Shares
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড। জাহাজটিতে থাকা ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে। এই ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ।

বিজ্ঞাপন

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে শুক্রবার জাহাজটি আটক করা হয়।

প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তা জানান, ৬০ লাখ লিটার ডিজেলবাহী এই ট্যাঙ্কারটি নেভিগেশন সিস্টেমের সমস্যা কারণে সাগরে ভাসছিল। জাহাজের সকল ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে। তবে জাহাজটি কোন দেশের, তা জানানো হয়নি।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করছেন, ইরানে জ্বালানি তেলের খুচরা মূল্য অন্যান্য দেশের তুলনায় অনেক কম হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক চক্র অবৈধভাবে তেল চুরি ও পাচারের সঙ্গে যুক্ত। তারা সস্তা মূল্যে তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে।

এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও ইরানের কোস্টগার্ড চোরাই তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল। একই সময়ে, গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের মাত্র তিন দিনের মধ্যেই ইরানও নিজস্ব জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করেছে।

প্রসঙ্গত, ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার ও প্রতিরক্ষা বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগের কারণে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নির্দেশে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এই পরিস্থিতি আন্তর্জাতিকভাবে চোরাই তেল পাচারের ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : এএফপি

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD