নোবেল জয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করল ইরান

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি শুক্রবার ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। তার গ্রেফতারের সময় তাকে মারধরের অভিযোগও উঠেছে।
বিজ্ঞাপন
সমর্থকদের তথ্য অনুযায়ী, নার্গিস মোহাম্মদি মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে আটক করা হয়। গত সপ্তাহে খসরো আলিকোর্দিকে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। নার্গিস মোহাম্মাদি তখন মাশহাদ শহরে মরহুম আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। ওই সময়ই তাকে এবং অন্যান্য মানবাধিকারকর্মীদের আটক করা হয় বলে জানিয়েছেন তার ভাই ও নার্গিস ফাউন্ডেশন।
নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে গ্রেফতারকৃত সকল মানবাধিকারকর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নারীদের ওপর নিপীড়ন প্রতিরোধ এবং মানবাধিকার রক্ষায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তার গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে শান্তিপূর্ণ নাগরিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে।








