প্রেমিকাকে পর্বতের ওপর নিয়ে গিয়ে মাঝরাতে ফেলে পালাল প্রেমিক

অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত গ্রোসগ্লকনারে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অভিযানে গিয়ে নিজের প্রেমিকাকে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে ফেলে রেখে নেমে আসার অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী পর্বতারোহী থমাস প্লামবার্গারের বিরুদ্ধে। এতে প্রাণ হারিয়েছেন তার প্রেমিকা, ৩৩ বছর বয়সী কার্স্টিন গুর্টনার।
বিজ্ঞাপন
দুজনই অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিনের সম্পর্কের পর একসঙ্গে গ্রোসগ্লকনার আরোহণের সিদ্ধান্ত নেন। তবে যাত্রার শুরুতেই সময়ক্ষেপণ ও প্রতিকূল আবহাওয়া অভিযাত্রাকে কঠিন করে তোলে। তীব্র ঠান্ডা, ঝোড়ো বাতাস ও বরফশীতল পরিবেশে রাত যত গভীর হতে থাকে, ততই বিপদ বাড়তে থাকে।
চূড়ার মাত্র ১৫০ ফুট দূরে গিয়ে কার্স্টিন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। তখন তার জরুরি ভিত্তিতে কম্বল ও বিভুয়াক স্যাকের প্রয়োজন ছিল। অভিযোগ অনুযায়ী, ওই মুহূর্তে থমাসের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও তিনি তা প্রেমিকাকে না দিয়ে তাকে একা পর্বতের ওপর ফেলে নেমে আসেন।
বিজ্ঞাপন
স্থানীয় উদ্ধারকারী দল গভীর রাতে কার্স্টিনকে পৌঁছানোর পরও তাকে জীবিত রাখা সম্ভব হয়নি।
এ ঘটনায় থমাস প্লামবার্গারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অস্ট্রিয়া ও আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে ঘটনাটি তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে; অভিজ্ঞ আরোহীর এমন আচরণকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন অনেকে।








