নজরুল স্মরণে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
সাম্যবাদ আর প্রেমময়ে করুণ বাঁশির সুর
জন্ম তোমার বিদ্র্যেহী আজ,
তোমার প্রেমের প্রেমিক যারা স্মরণে ভরপুর।
ধরার বুকে সাহিত্যের আজ বিশাল অবদান
তোমার লেখা পাঠ করে, গায় যে তোমার গান।
সদা করে চিত্ত জুড়ে তোমার বাণী রাজ
তোমার মত লিখতে পারে,
এমন কারো জন্ম হয়নি আজ।
স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে গর্জে উঠেছিল তোমার কলম খানি,
সাহসী বীর ছিলে তুমি,অন্যায়ের কাছে কভু নত করোনি।
ব্রিটিস বিরোধী লেখার জন্য তোমার হয়েছিল জেল!
শত কষ্ট পেয়েছো, তবুও কাউকে খোশামোদ করোনি কখনো নিতে বেল।
জাতীয় কবি নজরুল তুমি, তোমার তুলনা নাই
জন্মদিনে তোমার স্মরণে, বিনম্র শ্রদ্ধা জানাই।