বড়দিন উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড় প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
শনিবার( ২৫ ডিসেম্বর) সকাল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে কার্যক্রম বন্ধ রাখে উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা।
সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকার গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন জানান, খ্রিস্টান ধর্মের বড়দিন উৎসব উপলক্ষে চারদেশীয় ব্যবসায়িক সিন্ধান্তে সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কর্মকান্ড চালু আছে।