Logo

সোনাই সার্কল অফিসের এক পাটোয়ারী ঘুষের অভিযোগে বরখাস্ত !

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ০২:২৬
10Shares
সোনাই সার্কল অফিসের এক পাটোয়ারী ঘুষের অভিযোগে বরখাস্ত !
ছবি: সংগৃহীত

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অবশেষে আসামরাজ‍্যের কাছাড়জেলার সোনাই সার্কল অফিসের এক পাটোয়ারী বরখাস্ত হলেন। জানা যায়, মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগীয় তরফে রমিজ উদ্দিন লস্কর নামের এক পাটোয়ারীর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের নোটিশ এসেছে।

বিজ্ঞাপন

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অবশেষে আসামরাজ‍্যের কাছাড়জেলার সোনাই সার্কল অফিসের এক পাটোয়ারী বরখাস্ত হলেন। জানা যায়, মঙ্গলবার সংশ্লিষ্ট  বিভাগীয় তরফে রমিজ উদ্দিন লস্কর নামের এক পাটোয়ারীর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের নোটিশ এসেছে। 

এনিয়ে সার্কল অফিসার মারিয়া তানিম সংবাদ মাধ‍্যমকে বরখাস্তের সত‍্যতা স্বীকার করেন। এদিকে এই খবর চাউর হতেই সার্কল অফিস কার্যালয়ে এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, সার্কল অফিসের একাংশ কর্মচারীদের ঘুষ আদায় ও জনগণ হয়রানির অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

গত ১৫ ই মে সার্কল অফিসের পাটোয়ারী - কাননুগো মিলে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। তিনি জানিয়েছিলেন, সার্কল অফিসে টিম গঠন করে এই কর্মচারীর সিন্ডিকেট চালাচ্ছেন। জমি সংক্রান্ত থেকে শুরু করে ইউব্লিউএস, ইনকাম সার্টিফিকেট ও ঘুষ ছাড়া কোনও কাজে হাত দেননি অভিযুক্তরা। 

বিজ্ঞাপন

তাই তাদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নিতে সাহারুল আলম অনুরোধ জানিয়েছেন। এতে প্রমাণ স্বরুপ একজনের ভিডিওগ্রাফি ও অভিযোগ নামায় জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে সার্কল অফিসার মারিয়া তানিম গত শুক্রবার শুনানি করে অভিযুক্তদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন। এতে তদন্তে নেমে রমিজ উদ্দিন লস্করের বিরুদ্ধে যথেষ্ট তথ‍্য পান সিও। 

মূলত সিও র দুর্নীতি বিরোধ অ‍্যাকশন মোড়ের তদন্ত সংশ্লিষ্ট বিভাগ রমিজ উদ্দিন লস্কর নামের পাটোয়ারীকে বরখাস্ত করেছে। বাকি থাকা অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে ও চলছে তদন্ত। এদিকে পাঠানো শোকজ নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছে সিও। অন‍্য একসূত্রে জানা গেছে, বরখাস্তকৃত পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ে করছেন সিও।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD