Logo

ইরানে থমকে গেল রাজপথের আন্দোলন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৪০
ইরানে থমকে গেল রাজপথের আন্দোলন
ছবি: সংগৃহীত

ইরানের জনগণের প্রতি ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির শেষ শাহ শাসকের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তবে এবারের ডাকে প্রত্যাশিত সাড়া মেলেনি। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় তার আহ্বানে উল্লেখযোগ্য কোনো বিক্ষোভ দেখা যায়নি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি শান্ত থাকে। তেহরান ছাড়াও অন্যান্য বড় শহরে কোনো সংগঠিত আন্দোলন বা জমায়েতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা চলতি মাসের ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ নেয়। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিক্ষোভের সেই উত্তাল সময়ে রেজা পাহলভি দাবি করেন, সরকার পতন হলে তিনি একটি অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

বিদেশে বসবাসরত ইরানিদের একটি অংশ তার প্রতি সমর্থন জানালেও দেশের অভ্যন্তরে তার প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। ইরানের ভেতরে কেউ কেউ তাকে সমর্থন করলেও উল্লেখযোগ্য একটি অংশ আবারও রাজতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে অনাগ্রহ প্রকাশ করে আসছে।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ বিক্ষোভ আহ্বানে সাধারণ মানুষের সাড়া না পাওয়ার বিষয়টি সরকারের কঠোর দমননীতির কার্যকারিতাই নির্দেশ করছে। নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের ফলে বিক্ষোভকারীরা রাজপথে নামতে নিরুৎসাহিত হয়েছেন এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রেজা পাহলভি ইরানের বর্তমান সরকার পতনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানালেও বাস্তবে বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির প্রশাসন। ফলে আপাতত ইরানে সরকারবিরোধী আন্দোলন আবারও স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD