Logo

গ্রিনল্যান্ড নিয়ে হুমকি, বিশ্বশান্তি ঝুঁকিতে বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৫২
গ্রিনল্যান্ড নিয়ে হুমকি, বিশ্বশান্তি ঝুঁকিতে বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের “সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়” নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর পরই তিনি বলেছেন, বর্তমানে বিশ্বশান্তি ঝুঁকির মধ্যে আছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা হস্তান্তর বা বিক্রিতে যদি ইউরোপীয় মিত্ররা একমত না হন, তাহলে শুল্ক জুন থেকে ২৫ শতাংশে পৌঁছাবে।

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডকে চায় এবং কেবল যুক্তরাষ্ট্রই “এই খেলা খেলতে পারে।” তিনি আরও বলেন, দ্বীপের “নতুন গোল্ডেন ডোম” প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সক্ষমতায় চালানোর জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ জরুরি।

বিজ্ঞাপন

বিবিসি অর্থনীতিবিষয়ক সম্পাদক উল্লেখ করেছেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন ও বাস্তবতা-বর্জিত, যা ইউরোপের আট দেশের কর্মকর্তাদের বিভ্রান্ত করেছে। এছাড়া এই সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই।

এই বিতর্কিত দাবির পর গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের হাতে দেখা গেছে “গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য”, “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়” লেখা ব্যানার।

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতাকারী ইউরোপীয় আট দেশের রাষ্ট্রদূতরা জরুরি বৈঠক ডেকেছেন। রোববার আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ট্রাম্পের শুল্ক হুমকি ও গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD