দীপিকার সঙ্গে নাচতে চাইলেন ক্রিস গেইল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


দীপিকার সঙ্গে নাচতে চাইলেন ক্রিস গেইল
ক্রিস গেইল - দীপিকা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিশ্বব্যাপী তার ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু সেই ক্রিস গেইল বলিউড অভিনেত্রী দীপিকাকে খুব পছন্দ করেন। এখানেই শেষ নয়, এ অভিনেত্রীর সঙ্গে নাচতে চান এই ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।


সম্প্রতি দীপিকার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই তারকা ক্রিকেটার। তা জানিয়ে ক্রিস গেইল বলেন, ''আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। চমৎকার একজন মানুষ তিনি। আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই।''


গায়ক হিসেবে পথচলা শুরু করেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্রিকেটার। অর্কর সঙ্গে মিলে নতুন মিউজিক ভিডিও তৈরি করেছেন। নাম দিয়েছেন ‘ওহ ফাতিমা’। এ গান নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি অনুরাগের কথা জানান ক্রিস।  


সঙ্গীত ভুবনে পা রাখার বিষয়ে গেইল বলেন, ''আসলে এর সূচনা করোনা সংকটের সময়ে, যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময়ে আমার এক বন্ধু বলে চলো একসঙ্গে গান করি। গানটি করে আমি মুগ্ধ হয়েছি। সবচেয়ে আনন্দের বিষয়, জ্যামাইকার মানুষ এটি পছন্দ করেছেন। তারপর আমরা আরেকটি গান রেকর্ড করি। এমনকী বাড়িতে নিজের একটি স্টুডিও গড়ে তুলেছি, যাতে সংগীতপ্রেমীদের কাজে আসে। ক্রিকেট ক্যারিয়ারে কখনো ভাবিনি আমি কখনো গান গাইব।''


জেবি/এসবি