বৃহঃস্পতিবার, ১ জুন ২০২৩
১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

নায়িকাকে চুমু দেওয়া সেই যুবকের পরিচয় মিলল


বিনোদন ডেস্ক
🕐 প্রকাশ: ০৬:০৮ পিএম, ২৪শে মে ২০২৩

ফাইল ছবি

ঢালিউডের চিত্রনায়িকার চুমুকাণ্ডে উত্তাল নেটদুনিয়া। ভক্তদের আবদার করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি রিস্থিতিতে পড়েন এই অভিনেত্রী। সম্প্রতি শিরিনকে চুমু দেওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে।


বুধবার (২৪ মে) নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেলেটির পরিচয় প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছে শিরিন শিলা।


প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ছেলেটির নাম মাসুদ রানা। অভিনেত্রীর গাড়ির ড্রাইভারসহ কয়েকজন ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শিরিন শিলার কাছে। তখন ‘পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে’ ভয়ভীতি দেখালে, ছেলেটি অভিনেত্রীর পা ধরে মাফ চায়।


এ সময় উপস্থিত দুই-একজন মারতে উদ্যোত হয় মাসুদ রানাকে। যদিও ভক্ত পরিচয় দিয়ে চুমু দেওয়া সেই ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন শিরিন শিলা।


প্রসঙ্গত, সোমবার (২২ মে)   ঢাকার ধামরাইয়ে অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ থ্রিলারধর্মী সিনেমার সুটিং চলাকালীন এক ভক্তের সঙ্গে কথা বলার সময় হঠাৎ প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেয় চিত্রনায়িকা শিরিন শিলাকে। এরপর থেকেই সেই ঘটনায় একের এক নতুন মোড় নিচ্ছে।


জেবি/এসবি

ভিডিও ফাঁস: অবশেষে মুখ খুললেন তিশা


বিনোদন প্রতিবেদক
🕐 প্রকাশ: ১২:১১ পিএম,১লা জুন ২০২৩

তানজিন তিশা

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের  ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়।


এ ঘটনায় ইতোমধ্যে  নায়ক শরীফুল রাজ ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এদিকে, ঘটার একদিন পর ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তানজিন তিশা।


দৈনিক জনবাণীর পাঠকদের কাছে তিশার স্ট্যাটাসটির হুবহু তুলে ধরা হলো- 


দুটি শো-তে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিুন ধরে আমি আমেরিকাতে আছি । বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর  রাত। এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি৷ আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। 


প্রথমত, বিষয়টি দু:খজনক।  এটা নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যাক্তিগত ভিডিও । ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করিনা। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাইনা। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলব ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি... আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন , আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি  আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয় আমি মন থেকেই দু:খ প্রকাশ করছি। 


দ্বিতীয়ত, এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘‘শরীফুল রাজের সঙ্গে  তিশার আপত্তিকর বা গোপন  ভিডিও ফাঁস’’। 


যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা  থেকে এলো? কী গোপনীয়তা এখানে?  তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি৷ ভিডিওতে আমি একা এবং সেটা কোন আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের ৷ সুতরাং ‘‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক। 


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


তৃতীয়ত—একজন মানুষের প্রাইভেসি, হেম্পার  করা , হ্যারেজমেন্ট করা  বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা , এটা বিগ ক্রাইম। সো যার  আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তাঁর বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতিমধ্যেই অনেকই ধারণা করতে পারছেন,অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে  কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা  এই ব্যাক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত। 


চতুর্থত- শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দু:খ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দু:খ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছ রাজ?  এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এত  সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিও গুলোকেও আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কী তোমার না? কারন তুমিই তো বলেছ তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ?  কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পিছনের মূল হোতাকে খুঁজে বের করছ না? 


আরও পড়ুন: মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই: পরিমণি


যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নিব, তবুও রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি।  

আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। 


তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশা কে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন 🙏।


জেবি/এসবি

নতুন সিনেমায় নতুন নায়িকা পারিশা


সাইফুল বারী
🕐 প্রকাশ: ০৭:৫২ পিএম,৩১শে মে ২০২৩

পারিশা জান্নাত

মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে ফিট করছেন। এরই মধ্যে নিয়মিত জিম করার পাশাপাশি নাচ-ফাইট শিখছেন বলে জানান পারিশা। এরই মধ্যে প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন পারিশা।


বিষয়টি নিশ্চিত করে পারিশা বলেন, ‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করব, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।


আরও পড়ূন: হঠাৎ স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সানি লিওন


সিনেমায় শুটিংয়ের আগে ঘাম ঝড়াচ্ছেন পারিশা। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকের কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও দেখা গিয়েছে পারিশাকে।

মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই: পরিমণি


বিনোদন ডেস্ক
🕐 প্রকাশ: ০৭:০০ পিএম,৩১শে মে ২০২৩

পরিমণি

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ এখন টক অফ দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে সেগুলো আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। ভিডিও ফাঁস হওয়ার পর ভাইরাল হয়েছে মুহূর্তেই। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পরী।


পরীমণি বলেন, ''ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।''


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


তিনি আরও বলেন, ''আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।''


আরও পড়ুন: হঠাৎ স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সানি লিওন


পরী বলেন, ''এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারো পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না! এটা তো রাজের পুরোনো স্বভাব। আর আমি দুই বাসাতেই থাকি। এখন নিজ বাসায় আছি। আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই।''


জেবি/এসবি

নতুন গানে অভিনেত্রী স্বাগতা


বিনোদন ডেস্ক
🕐 প্রকাশ: ০৬:০৮ পিএম,৩১শে মে ২০২৩

শানু স্বাগতা

জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে দর্শক-শ্রোতাদের চমক উপহার দেন তিনি। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম  ‘সে সামথিং’। দ্বৈত এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।


এই সংগীত জুটির কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিও বানিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার (২ জুন) গুলশানের একটি রেস্তোরাঁয় গানটি প্রকাশ হবে। এ উপলক্ষ্যে আয়োজিত সংগীতসন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।


আরও পড়ুন: হঠাৎ স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সানি লিওন


এ প্রসঙ্গে স্বাগতা জানান, ''গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানে শ্রোতাদের বেশ সাড়া পেয়েছিলাম। সব মিলিয়ে এবারের গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।''


গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা যায়।


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


উল্লেখ্য, ছোটবেলা থেকেই গান করে থাকেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছিলেন।


জেবি/এসবি

হঠাৎ স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সানি লিওন


বিনোদন ডেস্ক
🕐 প্রকাশ: ০৪:৫৩ পিএম,৩১শে মে ২০২৩

স্বামীর সঙ্গে সানি লিওন

সম্প্রতি বিশ্বের সব চেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন সাবেক পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। এবারই প্রথমবারের মতো এই মঞ্চে অভিষেক ঘটে তার। 


যার কারণে জীবনের স্মরণীয় এই মুহুর্তটি নিয়ে বেশ আবেগঘন হতে দেখা যায় এই অভিনেত্রীকে। রবিবার (২৮ মে) নিজের সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে স্বামী ড্যানিয়েল ওয়েভারকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


‘কান’ উৎসবের বেশ কিছু মুহূর্তের একটি ভিডওসহ পোস্টে সানি লেখেন, ''আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ।''


আরও পড়ুন: ৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা


স্বামীকে উদ্দেশ্য করে সানি লিওনে বলেন, ''একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনোভাবেই সম্ভব হত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ জানাই।''


জেবি/এসবি