আসামে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী মৃত্যু!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
আসামে দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হলেন এক ব্যবসায়ী। বুধবার (২৫ মে) রাতে ভারতের আসামরাজ্যের বিলাসীপাড়ায় এই হত্যাকান্ডটি সংগঠিত হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাঝরাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিহত হয়েছেন। বিলাসীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বটেরতলা ভৈরবগঞ্জে ঘটনাটি ঘটেছে। দৃর্বৃত্তের গুলিতে ভৈরবগঞ্জের ভাড়াঘরে বসির আলি (৩৫) নামের ওই ব্যবসায়ী নিহত হন। বসির আলির লাশের পাশ থেকে পুলিশ একটি খালি গুলির কার্তুজ উদ্ধার করেছে।
বসির আলি জেসিবি, ফকনার, ডাম্প ট্রাক, পাথর ইত্যাদির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বসির আলির মূলবাড়ি বিলাসীপাড়া শালকোচা থানার চুয়াপাটা গ্রামে। নিহত ব্যবসায়ী তিন সন্তানের জনক। হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিলাসীপাড়া থানা ঘেরাও করেছে। নিহতের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ জনতা।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এনিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
আরএক্স/