আসামে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী মৃত্যু!
🕐 প্রকাশ: ০২:৪২ পিএম, ২৫শে মে ২০২৩

বসির আলি
আসামে দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হলেন এক ব্যবসায়ী। বুধবার (২৫ মে) রাতে ভারতের আসামরাজ্যের বিলাসীপাড়ায় এই হত্যাকান্ডটি সংগঠিত হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাঝরাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিহত হয়েছেন। বিলাসীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বটেরতলা ভৈরবগঞ্জে ঘটনাটি ঘটেছে। দৃর্বৃত্তের গুলিতে ভৈরবগঞ্জের ভাড়াঘরে বসির আলি (৩৫) নামের ওই ব্যবসায়ী নিহত হন। বসির আলির লাশের পাশ থেকে পুলিশ একটি খালি গুলির কার্তুজ উদ্ধার করেছে।
বসির আলি জেসিবি, ফকনার, ডাম্প ট্রাক, পাথর ইত্যাদির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বসির আলির মূলবাড়ি বিলাসীপাড়া শালকোচা থানার চুয়াপাটা গ্রামে। নিহত ব্যবসায়ী তিন সন্তানের জনক। হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিলাসীপাড়া থানা ঘেরাও করেছে। নিহতের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ জনতা।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এনিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
আরএক্স/
কিম জং উনের ওজন ও আসক্তির কথা জানাল দ. কোরিয়া
🕐 প্রকাশ: ১২:৩৯ পিএম,১লা জুন ২০২৩

কিম জং উন
সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওজন ও আসক্তির কথা। তিনি সম্ভবত ইনসমনিয়া বা ঘুমহীনতায় ভোগেন। তিনি চরম আকারে অ্যালকোহল ও নিকোটিন আসক্ত।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের বরাতে দিয়ে এই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের বরাতে জানানো হয়, নানা রকম মেডিকেল তথ্য উপাত্ত সংগ্রহ করে কিমের ইনসমনিয়ার কথা জানা গেছে।
আরও পড়ুন: কিয়েভে আকাশ হামলায় প্রাণ গেল ৩ জনের
দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা ইয়ো স্যাং-বাম, যিনি পার্লামেন্টারি গোয়েন্দা কমিটির সদস্য। তিনি বলেন, সম্প্রতি বিদেশি ব্রান্ডের বিপুলপরিমাণ সিগারেট আমদানি করেছে উত্তর কোরিয়া। যা সাধারণত মদের সাথে পান করা হয়।
তিনি আরও জানান, কিমের ওজনও বাড়ছে। বর্তমানে তার ওজন ১৪০ কেজি। সূত্র: এনডিটিভি
জেবি/এসবি
কিয়েভে আকাশ হামলায় প্রাণ গেল ৩ জনের
🕐 প্রকাশ: ১১:৩০ এএম,১লা জুন ২০২৩

ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার আকাশ হামলায় ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
বুধবার (৩১ মে) দিবাগত রাত তিনটার সময় হামলা শুরু করে রাশিয়া।
আরও পড়ুন: আগামী ৩ জুন শপথ নেবেন প্রেসিডেন্ট এরদোয়ান
কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় জানায়, দিয়েসনিয়াস্কি এলাকায় দুই শিশু নিহত হয়েছে। তিনি লেখেন, ‘দিয়েসনিয়াস্কি শহরে তিন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। যাদের একজনের বয়স ৫-৬ ও ১২-১৩।’
আরও পড়ুন: মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ
এছাড়াও কিয়েভের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। জানা গেছে, মেডিকেল ও আবাসিক এলাকার ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। সূত্র: বিবিসি
জেবি/এসবি
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
🕐 প্রকাশ: ১০:২২ এএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি
মিয়ানমারে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের কাচিন রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মাইতকিনা শহর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
কাচিনের ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকাও কেঁপে উঠেছে। ক্রাইসিস২৪ জানায়, মিয়ানমারের আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ও চীনের দক্ষিণ-পশ্চিমের কিছু এলাকা। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।
জেবি/এসবি
আগামী ৩ জুন শপথ নেবেন প্রেসিডেন্ট এরদোয়ান
🕐 প্রকাশ: ০২:০৫ পিএম,৩১শে মে ২০২৩

রিসেপ তায়িপ এরদোয়ান
আগামী ৩ জুন শপথ নেবেন তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। এদিকে, দেশটির নতুন সরকার পরের দিন শপথ নিতে পারে বলে জানা গেছে। আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে।
ওই সূত্র জানায়, ''প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে।''
আরও পড়ুন: মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ
ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক জানান, শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের পদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।
আরও পাড়ুন: পৃথিবীতে ফিরলেন সৌদির নারীসহ চার নভোচারী
বুধবার (৩১ মে) এরদোয়ান বর্তমান সরকারের শেষ অধিবেশন করবেন। এটি মস্কো সময় ১৫:৩০ টায় শুরু হবে এবং তা কয়েক ঘণ্টা ধরে চলবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল মঙ্গলবার ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। প্রটোকল অনুযায়ী ২ জুন পার্লামেন্ট সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। বাসস।
জেবি/এসবি
পৃথিবীতে ফিরলেন সৌদির নারীসহ চার নভোচারী
🕐 প্রকাশ: ০১:৪৮ পিএম,৩১শে মে ২০২৩

ছবি: আল জাজিরা
মহাকাশে আট দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে অবতরণ করলেন সৌদিআরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাউই ও তার তিন সহচারী।
স্থানীয় সময় বুধবার (৩১ মে) সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে চার নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি প্যারাসুটের সহায়তায় নিরাপদে অবতরণ করে ফেরেন তারা।
আরও পড়ুন: যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদির প্রধানমন্ত্রী ঘোষণা
গত ২১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে মহকাশের উদ্দেশ্যে পাড়ি জমান তারা। মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান এ নভোচারীরা। তাদের বহনকারী স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার মেক্সিকো উপসাগরের উপকূলীয় শহর পানামা সিটিতে অবতরণ করে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে দীর্ঘ ১২ ঘণ্টা।
আন্তর্জাতিক সংস্থা অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশযাত্রার আয়োজন করা হয়। তাদের সার্বিক সহযোগিতা করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ।
রায়ানার সঙ্গে একই রকেটে মহাকাশে গিয়েছিলেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি, জন সেফনার ও নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন।
আরও পড়ুন: সৌদির কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী
এদিকে পৃথিবীতে অবতরণের পর রায়ানাসহ বাকি তিন নভোচারীকে হেলিকপ্টারে করে প্রথম গন্তব্যে নিয়ে যাওয়া হয়। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, এ চারজনের পরবর্তী গন্তব্য হলো ক্যাপ ক্যানাভেরাল। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সেখানে বিমানে করে যাবেন তারা।
সূত্র: আল জাজিরা
জেবি/ আরএইচ/