অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমানউল্লাহ আমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে রাজধানীর কেরাণীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিজ্ঞাপন
আরো পড়ুন : জায়েদা খাতুন ৫৫১২৯, আজমত উল্লা ৪৬২৩৮
বিজ্ঞাপন
এরপর তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার সহকারী বশিরুল আলম টিটু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন : ফল ঘোষণায় বিলম্ব, ক্ষোভ প্রকাশ জাহাঙ্গীরের
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে ৩টার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি