৬০ বছর বয়সে আবারও বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩


৬০ বছর বয়সে আবারও বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা
স্ত্রী রুপালি বড়ুয়া ও আশিস বিদ্যার্থী

৯০ দশকের পর্দা কাঁপানো খলনায়ক তিনি। তবে বর্তমানে চলচ্চিত্র জগৎ থেকে রয়েছেন অনেকটাই দূরে। ৬০ বছর বয়সে এসে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা


জানা গেছে, পাত্রী আসামের মেয়ে রুপালি বড়ুয়া। কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালি। অভিনেতা আশিস বিদ্যার্থীর এটি দ্বিতীয় বিয়ে।


আরো পড়ুন : ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না: জয়া আহসান


এর আগে আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিস বিদ্যার্থী। তাদের এ সংসারে একটি সন্তান রয়েছে। অনেক আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এবার নতুন করে বিয়ে করলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন সকলকে।


আরো পড়ুন : ১২ বছর নিজ গ্রামে ফেরদৌস


আশিস বিদ্যার্থী জানান, জীবনের এ পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছি। সন্ধ্যায় পুরোনো বন্ধু-বান্ধবের জন্য পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি।


জেবি/এসবি