আইপিএল ফাইনাল আজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৩৭ এএম, ২৮শে মে ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এদিন রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দল দুটি মাঠে নামবে।
গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।
আরও পড়ুন : পদত্যাগ করছেন সাফজয়ী নারী দলের কোচ ছোটন
এবারের ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা।
আরও পড়ুন : আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা
টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। আর শুক্রবার (২৬ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট।
জেবি/এসবি