গাছের ডালে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাছের ডালে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ

গাছের একই ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক যুবতীর যুগল মৃতদেহ উদ্ধারের ঘটনায় ভারতের আসাম রাজ‍্যের কাছাড়জেলার পূর্ব ধলাই মনিয়ারখাল এলাকায় চাঞ্চল‍্য দেখা দিয়েছে। 

প্রাপ্ত সংবাদে জানা যায়, শুক্রবার সন্ধ্যা রাতে ধলাই থানার এলাকার পালংঘাট পুলিশ ফাঁড়ির অন্তগর্ত মনিয়ারখাল এলাকার আটার টিলা জঙ্গলে একটি গাছের একই ডালে যুগল যুবক যুবতীর ঝুলন্ত মৃত্যুদেহ দেখতে পান স্থানীয় মানুষ। এ অবস্থায় ঘটনাটি পালংঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হলে রাত ৮টায় স্থানীয় ডিবিপি কর্মী স্বপন দাস ও রাজু গোয়ালাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে দাস। পরে যুগল মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। 

অপর দিকে মৃত যুবকের কাছ থেকে তার ভোটার আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। এতে তার নাম রয়েছে সুমিত দাস, তার বাবার নাম অজিত দাস, বাড়ি ধলাইয়ের ফেনস নগর গ্রামে। তবে যুবতীর নাম জানা যায়নি। 

এই ঘটনাটি নিয়ে তদন্ত অব‍্যাহত রয়েছে বলে পুলিশ জানান।

এসএ/