কোথাও গেলে আমি মেয়েদের মধ্যমণি হই: জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৬ এএম, ২৮শে মে ২০২৩

ঢালিউডের অভিনেতা জায়েদ খান। বিভিন্ন কারণে বছরজুড়েই সমালোচনায় থাকেন তিনি। কোথাও গেলে মেয়েদের মধ্যমণি হন বলে সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনান এই অভিনেতা।
জায়েদ খান বলে, আমি কোথাও গেলে বা বিয়েশাদির অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। এটা তো বাজে কিছু না, তারকা বলেও না। আমি কাজ করি হয়তো তাই। আমি সব সময় বলেছি, এটা আমার একার ক্ষেত্রে না শুধু, আরও যারা নায়করা আছেন তাদেরও নিশ্চয়ই হয়।
আরও পড়ুন : বধূ সেজে চমকে দিলেন অপু বিশ্বাস
তিনি আরও বলেন, আমার একটু বেশি হয়, আমি হয়তো বিয়ে করিনি, ব্যাচেলর বা যাদের বিয়েশাদি হয়নি, তাদের তো এমনিতেই একটু অন্য চোখে দেখে সবাই। বিশেষ করে মেয়েদের, বলে যে তার বিয়ে হয়নি।
আরও পড়ুন : ‘সুগার ড্যাডি’ নিয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা
এ অভিনেতা আরও বলেন, আরেকটা জিনিস আজকে আমি পরিষ্কার করতে চাই। কিছু শ্রেণীর লোক একটি বাজে ব্যাখ্যা দিচ্ছে যে, আমি একটি মেয়ের কথা বলেছি, সে পাঁচটা সিনেমার টাকা কিনে নিয়েছে, আমার সঙ্গে রাত্রি যাপনের জন্য বলেছে। এ ধরনের কোনো কথাই বলিনি। এটা একটা নোংরামি, বাজে কথা। অনেক মেয়েরা থাকে না যে পছন্দের নায়কের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু আমি সব সময় তাকে এড়িয়ে চলেছি, বলেছি যে আমি ব্যস্ত।
জেবি/এসবি