Logo

সবাইকে খুশি করে চলা সম্ভব না: শাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ২১:১৩
31Shares
সবাইকে খুশি করে চলা সম্ভব না: শাকিব
ছবি: সংগৃহীত

দুই যুগ পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। শাকিব জানালেন, সবাইকে খুশি করে চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের পথ চলার দুই যুগ পূরণ হয়েছে রবিবার (২৮ মে)। যদিও ১৯৯৯ সালের ২৮ মে যখন তার সিনেমায় পথচলা শুরু হয় তখন জানতেন না যে, তিনি হবেন শীর্ষ নায়ক।  তবে চেষ্টা করেছেন। পাড়ি দিয়েছেন বন্ধুর পথ।

দুই যুগ পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। শাকিব জানালেন, সবাইকে খুশি করে চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ''অনেক বছর ধরে দেখেছি একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এমনটা করেন। তাদের কথায় কান দিলে অনেক আগেই থেমে যেতে হতো। দশ জন আমার খারাপ চাইলেও কোটি মানুষ আমার জন্য ভালো চায়, আমার জন্য দোয়া করে। তাদের ভালোবাসার শক্তিতে আমি দ্বিগুণ এগিয়ে যাই। সবাইকে খুশি করে চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। সবসময় আমার কাজটা করেছি এবং যতদিন বেঁচে থাকবো করে যাব।''

বিজ্ঞাপন

বিগত কয়েকবছর ধরে গুঞ্জন ছিল শাকিবের ক্যারিয়ার শেষ। এ প্রসঙ্গে এ শীর্ষ নায়ক বলেন, ''এমন কথা গত ১৬ বছর ধরে শুনে আসছি। যেদিন থেকে সিনেমায় আমার একটা জায়গা তৈরি হয়েছে সেদিন থেকে। যতবার আমাকে আটকানোর চেষ্টা হয়েছে মানুষের অন্তহীন ভালোবাসায় দ্বিগুণ এগিয়ে গেছি। মানুষ আমাকে ভালোবাসে সেই ভালোবাসা আমাকে দর্শকদের কাছে নিয়ে যায়। যে দু-চারজন মানুষ এমন কথা বলে তাদের কথা গায়ে মাখি না। এটা থাকবেই ভালো কাজ দিয়ে সেটা মোকাবিলা করতে হবে।''

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমান সময়ে ‘প্রিয়তমা’ সিনেমার কাজে নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। এ ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD